নিউইয়র্কে বাংলাদেশ হিন্দু মন্দিরের বাৎসরিক মহানাম কীর্তন সম্পন্ন: ভক্তিময় পরিবেশে মুখরিত প্রবাসী বাঙালি সমাজ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের কুইন্সে অবস্থিত বাংলাদেশ হিন্দু মন্দিরের আয়োজনে বাৎসরিক মহানাম কীর্তন-২০২৫ গত ২০ এপ্রিল, রবিবার অত্যন্ত ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সারাদিনব্যাপী চলা এই আয়োজনে বিপুলসংখ্যক ভক্ত ও প্রবাসী বাঙালিরা উপস্থিত হয়ে ধর্মীয় আবহে ডুবে যান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. দেবব্রত দত্ত।
সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন অলক ভৌমিক এবং প্রধান পুরোহিতের দায়িত্বে ছিলেন শ্রী শংকর পারিয়াল। সার্বিক পরিচালনায় ছিলেন বিকাশ কুসুম সরকার, সাগর রায় ও শংকর বিশ্বাস।
সকালের সূচনা হয় বাংলাদেশ হিন্দু মন্দিরের শিশু-কিশোর বিভাগের কীর্তন পরিবেশনার মাধ্যমে। এরপর একে একে যুক্ত হয় বিভিন্ন কীর্তন দল, যারা তাদের সুরের ধারায় অনুষ্ঠানে ভক্তিরসের স্রোত বইয়ে দেন। অংশগ্রহণকারী কীর্তন দলগুলো হল:
বাংলাদেশ হিন্দু মন্দির (শিশু-কিশোর) ,হিন্দু টেম্পল, পেনসিলভেনিয়া ,বা: হিন্দু মন্দির (কিশোর-কিশোরী) , শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, সংগঠন, ইউএসএ, হাবক ,সনাতন সেবায়ন ফাউন্ডেশন ,শ্রী শ্রী সার্বজনীন গীতা সংঘ ,শ্রী শ্রী গুরুচন্দ্র পরিবার ,শ্রী শ্রী মহামায়া মন্দির ,বাংলাদেশ হিন্দু মন্দির (যুবক-যুবতী ), জয়কৃষ্ণা ধাম পরিবার, শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির, শ্রী কৃষ্ণ ভক্ত সংঘ (USA), বাংলাদেশ হিন্দু মন্দির (মাদুলি) ,শ্রী শ্রী মাধব মন্দির ,শ্রী শ্রী গৌর-নিতাই মন্দির ,শ্রী শ্রী গিরিধারী মন্দির , শ্রী কৃষ্ণ ভক্ত সংঘ।
পুন্যারতি ও সমাপ্তি হয় বাংলাদেশ হিন্দু মন্দিরের পরিবেশনায়, যেখানে সমবেতভাবে আরতি ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, প্রবাসে থেকেও ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার প্রয়াস থেকেই প্রতিবছর এই মহানাম কীর্তনের আয়োজন করা হয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই আয়োজনে আরও নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়বে এবং প্রবাসের মাটিতে সনাতনী সংস্কৃতি আরও দৃঢ় হবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর প্রশংসা করে আয়োজক কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সকলে মিলে সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন।